অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু


বাংলাদেশে ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৩ এপ্রিল) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

টিকিট প্রত্যাশী মানুষজন শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনসহ রাজধানী ঢাকার অন্য চার স্থানে ট্রেনের টিকিট কিনতে ভিড় করেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও রেলস্টেশন ও ফুলবাড়িয়া মোট পাঁচটি স্থানে টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রথম দিনে ২৭ এপ্রিলের ভ্রমণের টিকিট বিক্রি করা হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগের বছরের মতো এবারও ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকিগুলো অনলাইনে বিক্রি করা হবে।

কমলাপুর রেলস্টেশনে ইউএনবির সঙ্গে আলাপকালে অনেকেই জানান, শুক্রবার মধ্যরাত থেকেই তারা কাঙ্ক্ষিত টিকিট কিনতে লাইনে দাঁড়িয়েছেন।

সূত্র জানায়, ২৮, ২৯, ৩০ এপ্রিল ও ১ মের অগ্রিম টিকিট যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পাওয়া যাবে। এ ছাড়া ৫, ৬, ৭ ও ৮ মের ফিরতি টিকেট পাওয়া যাবে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ মে তারিখে।

যারা টিকিট কিনতে চান তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম সনদ দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

প্রত্যেক যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ছয় জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

XS
SM
MD
LG