অ্যাকসেসিবিলিটি লিংক

ময়মনসিংহে আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক গ্রেপ্তার


ময়মনসিংহে আতশবাজি কারখানায় বিস্ফোরণ
ময়মনসিংহে আতশবাজি কারখানায় বিস্ফোরণ

বাংলাদেশের ময়মনসিংহ জেলায় আতশবাজি তৈরির অবৈধ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৩ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (৫০)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধিতে দায়ের করা দুটি মামলার প্রধান অভিযুক্ত বোরহান উদ্দিন।

তার ভাষ্যমতে, বোরহান গত ২০ বছর ধরে কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করতেন এবং স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করতেন।

এসএসপি মুক্তা ধর বলেন, “কারখানায় পালাক্রমে ৫০ জন শ্রমিক কাজ করতেন। নিহত নাসিমা দেড় বছর এবং আফিয়া মাত্র চার মাস ধরে সেখানে কাজ করছিলেন”।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ বশতী চণ্ডীপাশা এলাকায় কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে নাসিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫) নিহত হন।

XS
SM
MD
LG