ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। ক্ষমতাসীন ইম্যানুয়েল ম্যাঁক্রো থেকে মাত্র কয়েক পয়েন্ট পিছিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির মারিন ল্য পেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এখন ল্য পেন বিজয়ী হলে, , ইউরোপের নিরাপত্তার উপর তার একটা বড় প্রভাব পড়বে।
বুধবার, এক তুমুল টেলিভিশন বিতর্কে, বর্তমান প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো, মারিন ল্য পেনের কট্টর ডানপন্থী দলটির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের বিষয় তুলে ধরার চেষ্টা করেন। ল্য পেনের ন্যাশনাল র্যালি পার্টি ২০১৪ সালে রাশিয়া থেকে একাধিক বার ঋণ গ্রহণ করে। তার মধ্যে রয়েছে, ক্রেমলিনের সাথে সম্পর্কিত ফার্স্ট চেক রাশিয়ান ব্যাংকের ৯৭ লাখ ৫০ হাজার ডলারের একটি ঋণ।
ল্য পেন বলেন, ‘এটা সবার ভাল করেই জানা আছে যে, ফ্রান্সের ব্যাংকগুলো তাকে ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছিলো। তাই তাকে আর্থিক সাহায্যের জন্য রাশিয়ার শরণাপন্ন হতে হয়।’
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানালেও, ন্যাশনাল র্যালি পার্টির ৫৩ বছর বয়সী এই নেতা, ভ্লাদিমির পুতিনের ব্যাপারে ততটা সমালোচনা মুখর ছিলেন না। ইউক্রেনকে নেটো সদস্যদের ভারী অস্ত্র সরবরাহের বিষয়েও সমালোচনা করেন তিনি এবং বলেন, জোটটির সাথে ফ্রান্সের সংযোগ কমানোর পরিকল্পনা রয়েছে তার।
১৩ এপ্রিল সংবাদদাতাদের ল্য পেন বলেন, “প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি নেটোর সমন্বিত কমান্ড ব্যবস্থা থেকে বেরিয়ে আসব, তবে নর্থ আটলান্টিক ট্রিটি’র যৌথ নিরাপত্তা বিষয়ক ৫ম ধারার প্রয়োগ অগ্রাহ্য করব না।”
ল্যাঙ্কাসটার বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সের রাজনীতি বিষয়ক বিশ্লেষক, রেনো ফোকার্ট মনে করেন,‘ল্য পেনের বিজয়, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা ঐক্যকে ব্যাপকভাবে দুর্বল করে তুলবে।’
এদিকে, ল্য পেন অনেক বছর ধরেই ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে প্রচারনা চালিয়ে আসছেন। তবে এখন তিনি বলছেন, তথাকথিত “ফ্রেক্সিট” তার নীতির অংশ নয়।
ইউরোপীয় নেতারা বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে, নেটোর মিত্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেন যে, ম্যাঁক্রো পুনর্নির্বাচিত হলে ‘তা বিশ্বের জন্য একটি ভাল বিষয় হবে’।
জাতিসংঘে ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত, জেরার্ড আরাউড মনে করেন, ম্যাঁক্রো দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেও, সামনের বছরগুলোতে ফ্রান্স জটিল সমস্যার সম্মুখীন হবে।