কাতার থেকে দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,
“বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। আমরা এটি দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে চাই।”
সোমবার (২৫ এপ্রিল), বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
জবাবে, কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে এলএনজি ক্রয়ের বিদ্যমান ১৫ বছরের চুক্তিটি দীর্ঘমেয়াদে বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন।
বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামী দিনে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।
আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া, ফুটবল বিশ্বকাপ-২০২২ আয়োজনের জন্য কাতারে স্টেডিয়াম নির্মাণে, বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
কাতারের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে ঐতিহাসিক হবে।”
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
দ্বৈত কর পরিহার, ভিসা মওকুফ ও সাংস্কৃতিক বিষয়ে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।