সোমবার টুইটারের সিইও পরাগ আগারওয়াল কর্মীদের বলেছেন, টেসলার সিইও ইলন মাস্ক দায়িত্ব নেয়র পরে প্রতিষ্ঠানটি কোনদিকে যাবে সে বিষয়ে তিনি অনিশ্চিত।
সোমবার মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার একটি চুক্তি করেছে। তিনি প্ল্যাটফর্মটিকে আরও বাকস্বাধীনতা-সহায়ক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ পদক্ষেপের ফলে টুইটার ব্যবহারকারীদের বক্তব্যের ওপর আরোপিত বিধিনিষেধ কতোটা শিথিল হবে সে সম্পর্কে প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভয়, নতুন নীতির ফলে মানুষের পক্ষে বিভ্রান্তি এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানো সহজ হবে।
রয়টার্স জানিয়েছে, সোমবারে একটি টাউন হলে কর্মীদের সাথে আগারওয়ালের এক প্রশ্নোত্তর পর্বে টুইটারের সিইও বলেছেন, “একবার এ চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা জানি না প্ল্যাটফর্মটি কোনদিকে যাবে।“
৬ জানুয়ারি,২০২১-এ যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সংঘর্ষের পর টুইটার ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
প্রাক্তন প্রেসিডেন্টের একাউন্ট স্থগিত করার মতো টুইটারের যে বিধিনিষেধের ধরণ তা শিথিল করার প্রস্তাব দিয়েছেন মাস্ক।
রকেট বিকাশকারী স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক বলেছেন, টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হওয়া দরকার যাতে এটি বাকস্বাধীনতার সম্ভাবনা উপলব্ধি করতে পারে। তিনি নিজেকে একজন “মুক্ত-বাক নিরঙ্কুশবাদী” হিসেবে অভিহিত করেন।
রয়টার্স আরও জানায়, ইলন মাস্কের কাছে করা কর্মীদের অনেক প্রশ্ন আগারওয়াল স্থগিত করেন। তিনি বলেন, পরবর্তীতে একটি প্রশ্নোত্তর পর্বে মাস্ক টুইটার কর্মীদের সাথে যোগ দেবেন।
ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই বলে কর্মীদের জানান আগারওয়াল।
এই মাসে এক নিরাপত্তা ফাইলিং-এ ইলন মাস্ক বলেছিলেন যে, টুইটারের ব্যবস্থাপনায় তার আস্থা নেই।