অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরত আনা হবে—জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেয়ার প্রস্তুতির সময় লিবিয়ার মিসরাতা থেকে আটককৃত অভিবাসী প্রত্যাশীরা লিবিয়ার নিরাপত্তা বাহিনীর সামনে বসে আছে। লিবিয়ার কোস্ট গার্ড বিভিন্ন দেশের ৫৪৯ অভিবাসী প্রত্যাশীদের ভূমধ্যসাগরে একটি বোট থেকে আটক করে। ২৪ এপ্রিল, ২০২২।
ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেয়ার প্রস্তুতির সময় লিবিয়ার মিসরাতা থেকে আটককৃত অভিবাসী প্রত্যাশীরা লিবিয়ার নিরাপত্তা বাহিনীর সামনে বসে আছে। লিবিয়ার কোস্ট গার্ড বিভিন্ন দেশের ৫৪৯ অভিবাসী প্রত্যাশীদের ভূমধ্যসাগরে একটি বোট থেকে আটক করে। ২৪ এপ্রিল, ২০২২।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভূমধ্যসাগরের উপকূলে লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক বাংলাদেশিদের সরকার ফিরিয়ে আনবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আটক বাংলাদেশিদের সংখ্যা কত তা বলেননি আব্দুল মোমেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা পাঁচ শতাধিক।শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও তার দল তাদের উদ্ধারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

লিবিয়া অবজারভার নামে স্থানীয় একটি মিডিয়া এক টুইটবার্তায় দাবি করে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন ৬০০ জনের বেশি বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মিসরাতার নিরাপত্তা বাহিনী।

XS
SM
MD
LG