কম্বোলচা, ইথিওপিয়া — একটি ব্রিটিশ পরিবেশবাদী গোষ্ঠী সতর্ক করেছে, ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে যুদ্ধের ফলে বন উজাড় হচ্ছে। তারা বলছে, এই অঞ্চলে আরোপিত অবরোধের ফলে জ্বালানি ও সাহায্য সুবিধা সীমিত হয়ে আসায় টিগ্রায়ের লোকজন গাছ কাটতে বাধ্য হচ্ছে । এছাড়া ওই অঞ্চলে খাদ্য ঘাটতির আরও অবনতি হওয়ায়, জাতিসংঘ বলেছে, ইতোমধ্যেই সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে।
প্রায় নয় মাসেরও বেশি সময় ধরে টিগ্রায় কার্যত একটি মানবিক অবরোধের অধীনে রয়েছে। ইথিওপিয়ার সরকারী বাহিনী এবং বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।
জাতিসংঘ বলছে, টিগ্রায়ে খাদ্যের তীব্র অভাবের ফলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ওই এলাকাটি। টিগ্রায়ের সাধারণ লোকেরা প্রতিদিনের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সংস্থান খুঁজে পেতে মরিয়া হয়ে উঠছে বলে জানা যায়।
যুক্তরাজ্য-ভিত্তিক অলাভজনক গোষ্ঠী কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির এক প্রতিবেদনে বলা হয়েছে, টিগ্রায়ে যুদ্ধ এবং সাহায্যের অভাব পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে, যা কয়েক দশক ধরে টিগ্রায়ের অধিবাসীর জন্য সমস্যার কারণ হয়ে থাকতে পারে।
টিগ্রায়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে, প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে "সংঘাত চালিত বন উজাড়" বর্তমানে উদ্বেগজনক হারে ঘটছে।
খাদ্য উৎপাদনে মাটি ও পানি সংরক্ষণে গাছ প্রধান ভূমিকা পালন করে। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, টিগ্রায়ের কিছু অংশ ইতোমধ্যেই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
জাতিসংঘ বলছে, টিগ্রায় এবং পার্শ্ববর্তী আফার ও আমহারা অঞ্চলসহ ইথিওপিয়ার উত্তরে ৯৪ লাখ লোকের মানবিক সহায়তা প্রয়োজন।
প্রতিবেদনের লেখক এবং জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের একজন সংরক্ষণ বিজ্ঞানী হেনরিক শুল্ট বলেছেন, বন উজাড় বন্ধ করার সর্বোত্তম উপায় হ'ল সংঘাত বন্ধ করা। কিন্তু তবুও, পরিবেশগত ক্ষতিপূরণ হতে অন্তত কয়েক দশক সময় লাগবে।