অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র


পেনসিলভেনিয়ার চেষ্টারে কিস্টোন ওয়েলনেস সেন্টারে একটি সিরিঞ্জে ফাইজারের টিকা ভরা হচ্ছে।
পেনসিলভেনিয়ার চেষ্টারে কিস্টোন ওয়েলনেস সেন্টারে একটি সিরিঞ্জে ফাইজারের টিকা ভরা হচ্ছে।

বাংলাদেশকে করোনার ফাইজারের টিকার আরও ৩০ লাখ ডোজ অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, সর্বশেষ চালানসহ বাংলাদেশে মোট ৬৪ মিলিয়ন ডোজ অনুদান দেয়া হয়েছে।

এই চালানে ফাইজার ভ্যাকসিনের একটি নতুন রেডি-টু-গো ফর্মুলেশন রয়েছে যা দেয়ার আগে মিশ্রণের প্রয়োজন হয় না।

এই নতুন মিশ্রণটি ন্যূনতম কোল্ড-চেইন ক্ষমতাসহ দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যাবে।

দূতাবাস জানিয়েছে, এই নতুন টিকা ঠিক সময়ে পৌঁছেছে যাতে একটি নতুন বুস্টার ক্যাম্পেইন শুরু করা যায়।

XS
SM
MD
LG