অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া-ইউক্রেন আলোচনা ফলপ্রসূ হওয়ার মত কোন ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র


রোমানিয়ার বুখারেস্টে সাংবাদিকদের সাথে এক আলোচনা শেষে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের কাউন্সিলর ডেরেক শোলে, ৯ ফেব্রুয়ারি ২০২২। (ফাইল ফটো)

রাশিয়া-ইউক্রেন আলোচনা “ফলপ্রসূ হওয়ার” খুব একটা ইঙ্গিত যুক্তরাষ্ট্র দেখেনি বলে, পররাষ্ট্র মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটি তৃতীয় মাসে প্রবেশ করেছে।

ৎপররাষ্ট্র মন্ত্রকের কাউন্সিলর, ডেরেক শোলে বৃহস্পতিবার ভিওএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “রুশরা বিশেষ অর্থপূর্ণভাবে আলোচনা করতে ইচ্ছুক বলে মনে হয় না।”

জাতিসংঘ মহাসচিব মস্কোতে যাত্রাবিরতির পর বৃহস্পতিবার ইউক্রেনে এসে পৌঁছান। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় দুইঘন্টাব্যাপী সাক্ষাৎ করেন।

শোলে জানান যে, গুতেরেসের মস্কো ও কিয়েভ সফরের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার সাথে আলাপ করেছেন। একই সাথে তিনি জানান যে, শান্তির পথে অগ্রসর হওয়ার কোন রাস্তা আছে কিনা সে বিষয়ে জাতিসংঘ প্রধানের কাছ থেকে শোনার জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করে রয়েছে।

অপরদিকে কংগ্রেসে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণটির পক্ষে চীনের সমর্থন খতিয়ে দেখার প্রস্তাবিত আইনটি বুধবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়। আইনটি গৃহীত হলে তা পররাষ্ট্র মন্ত্রককে চীনের হস্তক্ষেপ বিষয়ে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে বাধ্য করবে।

যদিও রাশিয়াকে চীন অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করছে - এমন কিছু যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করেনি, তবুও তারা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছেন বলে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান।

ভিওএ-কে শোলে বলেন, “রাশিয়াকে সহায়তা করতে দেখলে চীনকে তার মূল্য দিতে হবে – তা সে সরাসরি সহায়তাই হোক, বিশেষ করে সামরিক সহায়তা, অথবা যদি [তারা] নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সহায়তা করে।”

তিনি সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার “সহযোগিতার ক্ষেত্র হ্রাস পাচ্ছে”। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের পন্থা সম্পর্কে “আসন্ন দিনগুলোতে” বিস্তারিত ব্যাখ্যা করার কথা রয়েছে ব্লিংকেনের।

XS
SM
MD
LG