অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে নতুন সংঘর্ষে ৪২ জন আহত


অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রমজানের শেষ জুমার নামাজে অংশ নেয়ার উদ্দেশ্যে জেরুজালেমগামী একজন ফিলিস্তিনি ব্যক্তিকে পথিমধ্যে একটি চেকপয়েন্টে বাধা দিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে সরিয়ে দেয়। ২৯ এপ্রিল, ২০২২।
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রমজানের শেষ জুমার নামাজে অংশ নেয়ার উদ্দেশ্যে জেরুজালেমগামী একজন ফিলিস্তিনি ব্যক্তিকে পথিমধ্যে একটি চেকপয়েন্টে বাধা দিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে সরিয়ে দেয়। ২৯ এপ্রিল, ২০২২।

কয়েক সপ্তাহের সহিংসতার পরে রমজানের শেষ শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে নতুন সংঘর্ষে ৪২ জন আহত হয়েছে।

দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট আহতদের সংখ্যা জানিয়ে বলেছে, কেউই গুরুতরভাবে আহত হয়নি তবে ২২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ বলেছে, তারা উত্তেজনা নিয়ন্ত্রণে “দাঙ্গা ছত্রভঙ্গ করার উপায়” ব্যবহার করেছে এবং পাথর নিক্ষেপ করার জন্য একজনকে এবং “জনতাকে উস্কানি দেয়ার জন্য” অন্য একজনকে অর্থাৎ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এএফপির একজন সাংবাদিক বলেছেন, ইসরাইলি পুলিশ রাবার বুলেট ছুড়েছে এবং একজন প্রত্যক্ষদর্শী বলেছে যে, পুলিশ কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে।

বিকেলে আল আকসায় মুসল্লিদের ভিড় হয়।কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা ও গাজা ভূখন্ডের জঙ্গি গোষ্ঠী হামাসের রং প্রদর্শন করেছে বলে এএফপির একজন সাংবাদিক জানায়।

গত দুই সপ্তাহে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসাতে সংঘর্ষে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি আহত হয়। এটি ইহুদিদের জন্যও সবচেয়ে পবিত্র স্থান।তারা এটিকে টেম্পল মাউন্ট বলে।

পূর্ব জেরুজালেমে অবস্থিত এ এলাকাটি ইসরাইল ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে দখল করে এবং পরবর্তীতে নিজের সাথে সংযুক্ত করে। এ পদক্ষেপ বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত হয়নি।

রমজানের সময় এ প্রাঙ্গণে ইসরাইলের অনুপ্রবেশের ব্যাপক নিন্দা জানানো হয় এবং জেরুজালেম জুড়ে ইসরাইলি-ফিলিস্তিনি উত্তেজনার ক্রমাগত বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইসরাইল প্রাঙ্গণটিকে বিভক্ত করতে এবং ইহুদিরা যাতে উপাসনা করতে পারে এমন একটি স্থান তৈরি করতে চাইছিল। তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ল্যাপিড সাংবাদিকদের জানান যে, তাদের এমন কোনো পরিকল্পনা নেই।

XS
SM
MD
LG