অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের তিন জেলায় কালবৈশাখীর আঘাতে নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি


কালবৈশাখী ঝড় (ফাইল ছবি)।

বাংলাদেশের জয়পুরহাট, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায়, শুক্রবার (২৯ এপ্রিল) মধ্যরাতে, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ কালবৈশাখীর আঘাতে একজনের মৃত্যু হয়েছে। প্রচন্ড ঝড়ে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়েছে।

নিহত সঞ্জয় কুমার মন্ডল (২৮) জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, “দুই ঘণ্টাব্যাপী ঝড়ে জেলায় ১২ হাজার ৭০০ হেক্টর জমির বোরো ধান, পাট, ভুট্টাখেত নষ্ট হয়েছে ।”

প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন জানান, “শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ে ভুট্টা, বোরো ধান এবং আম ও লিচু গাছের ক্ষতি হয়েছে।” তিনি আরও বলেন, “কর্মকর্তারা মাঠ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করার চেষ্টা করছেন।”

নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, “ঝড়ে কলেজের প্রধান ফটকের ওপরের অংশ ভেঙে গেছে।”

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, ‘ক্ষয়ক্ষতির বিষয়ে তাকে জানানো হয়েছে এবং এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

XS
SM
MD
LG