অ্যাকসেসিবিলিটি লিংক

আলোচনা অনিশ্চিত; ইউক্রেনের বাধার মুখে পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ আগ্রাসনে ধীরগতি


ইউক্রেনের নিপ্রো’র উপকন্ঠের এক সড়কে, নিজেদের দখলে নেওয়া একটি রুশ ট্যাংককে ইউক্রেনের সেনাবাহিনী একটি ট্রেইলার প্ল্যাটফর্মে করে পরিবহন করে নিয়ে যাচ্ছে, ৩০ এপ্রিল ২০২২।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধের আলোচনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন যে, রুশ সৈন্যদের নৃশংসতার অভিযোগে জনমনে ক্ষোভ থাকায় শান্তি আলোচনা কষ্টসাধ্য হয়ে পড়েছে, অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহ আলোচনায় বাধা সৃষ্টি করছে। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) এসব তথ্য জানিয়েছে।

শনিবার ইউক্রেনের বাহিনী তাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়ার একটি আগ্রাসন নস্যাৎ করতে লড়াই করেছে। রাশিয়া ঐ এলাকায় ডনব্যাস শিল্পাঞ্চল দখলের চেষ্টা করছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন যে, রাশিয়ার আগ্রাসনটি পরিকল্পনার তুলনায় অনেক ধীরগতিতে এগোচ্ছে।

অপরদিকে, রাশিয়া শনিবার দাবি করেছে যে, তারা আগের রাতে চালানো হামলায় ৩৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও ডনেটস্ক অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেন যে, লক্ষ্যবস্তু নিয়ন্ত্রণে নেওয়ার রুশ সামরিক বাহিনীর প্রচেষ্টা “সফল হচ্ছে না – লড়াই চলছে।” ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর, খারকিভ শনিবার মর্টার ও কামানের গোলা বর্ষণের শিকার হয় বলে জানা যায়।

শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যে, শহরটির নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি গ্রাম ইউক্রেনের বাহিনী পুনর্দখল করে এবং সেখান থেকে শত শত বেসামরিক মানুষকে সরিয়ে আনে।

আরএফই/আরএল জানায়, শনিবার এক নিয়মিত ব্রিফিং এর সময়ে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে, খারকিভের নিকটবর্তী ইজয়ুম এলাকায় শত্রুপক্ষ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।


XS
SM
MD
LG