অ্যাকসেসিবিলিটি লিংক

মালিকে মিডিয়ার উপর নতুন বিধিনিষেধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ


মালির টিমবুকটু অফিসে (মালিতে রেডিও এবং টেলিভিশনের অফিস) একটি রেডিও সম্প্রচারের সময় একজন সাংবাদিক তার প্রযুক্তিবিদদের সাথে কথা বলছেন। ৭ ডিসেম্বর, ২০২১
মালির টিমবুকটু অফিসে (মালিতে রেডিও এবং টেলিভিশনের অফিস) একটি রেডিও সম্প্রচারের সময় একজন সাংবাদিক তার প্রযুক্তিবিদদের সাথে কথা বলছেন। ৭ ডিসেম্বর, ২০২১

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিস সতর্ক করেছে যে মালিতে মিডিয়ার উপর নতুন বিধিনিষেধ এই অঞ্চলে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন ।

মালিতে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এবং ফ্রান্স টোয়েন্টিফোরের কাজ স্থায়ীভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত বুধবার নেয়া হয়েছে তাতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা গভীর হতাশা প্রকাশ করছেন। তারা মালির সামরিক কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য এবং স্বাধীন গণমাধ্যমকে দেশে মুক্তভাবে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

মালিয়ান সেনাবাহিনী এবং রাশিয়ান ভাড়াটেদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা অভিযোগ প্রচারের জন্য দোষারোপ করে সরকার ১৬ই মার্চ এ দুটি আন্তর্জাতিক সম্প্রচারককে সাময়িকভাবে স্থগিত করে।

জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, মালিতে বর্তমান ভয়ের পরিবেশ সাংবাদিক ও ব্লগারদের ওপর একটি শীতল প্রভাব ফেলছে।

তিনি বলেন, “অনেক সেলফ সেন্সরশিপ আছে। অনেক চাপ আছে। এখানে বেশ কিছু সাংবাদিক - যারা কিনা স্থানীয়, আঞ্চলিক, ও আন্তর্জাতিক, তাঁরা চাপের মধ্যে পড়েছেন। লাইসেন্স বাতিল করা হয়েছে। সাংবাদিকরা স্পর্শকাতর বিষয়ে রিপোর্টিং এড়াতে চেষ্টা করছেন, যাতে তারা কর্তৃপক্ষের কাছে দোষী না হন।”

শামদাসানি বলেন, জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকরা মালির অনেক অংশে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করে চলেছে। তিনি বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে কম নয়, আরও বেশি যাচাই-বাছাই প্রয়োজন।

XS
SM
MD
LG