অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে যানজটে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ


গাজীপুরে যানজট
গাজীপুরে যানজট

বাংলাদেশে যানজটের সমস্যা নতুন কিছু নয়। তবে ঈদকে সামনে রেখে এই যানজট আরও বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১ মে) ভোর থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপে সকালে এই দুই মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেশি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, “গত এক সপ্তাহ ধরে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদযাত্রা সহনীয় পর্যায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঈদের জন্য বেশ কয়েকটি পোশাক কারখানা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ায় রবিবার সড়কে চাপ বেড়েছে”।

ইউএনবির প্রতিনিধি সরেজমিনে দেখতে পান, দুটি মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। তা ছাড়া বাসের মতো গণপরিবহনে জায়গা না পাওয়া অনেককে গন্তব্যে পৌঁছানোর জন্য মাইক্রোবাস, সিএনজি অটো-রিকশা এমনকি পিকআপ ভ্যান ভাড়া করতে দেখা গেছে।

XS
SM
MD
LG