অ্যাকসেসিবিলিটি লিংক

খ্রিস্টান পতাকা ওড়াতে বোস্টনের অস্বীকৃতি অসাংবিধানিক—সুপ্রিম কোর্ট


ফাইল: বোস্টনের সিটি হলের বাইরে যুক্তরাষ্ট্র ও ম্যাসাচুসেটসের পতাকা উড়ছে। তৃতীয় খুঁটিটি কখনো কখনো বিভিন্ন সংস্থা ব্যবহার করে। ২০১৪ সালের ৩০ অক্টোবর সাবেক মেয়র থমাস মেনিনোর জন্য পতাকা অর্ধনমিত রাখা হয়৷
ফাইল: বোস্টনের সিটি হলের বাইরে যুক্তরাষ্ট্র ও ম্যাসাচুসেটসের পতাকা উড়ছে। তৃতীয় খুঁটিটি কখনো কখনো বিভিন্ন সংস্থা ব্যবহার করে। ২০১৪ সালের ৩০ অক্টোবর সাবেক মেয়র থমাস মেনিনোর জন্য পতাকা অর্ধনমিত রাখা হয়৷

সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে, একটি খ্রিস্টান গ্রুপকে সিটি হলের বাইরে একটি ক্রসের চিত্র বহনকারী পতাকা ওড়ানোর অনুমতি দিতে বোস্টন অস্বীকৃতি জানাতে পারে না। শহরের ইতিহাস ও বৈচিত্র্য উদযাপনের জন্য ধর্মনিরপেক্ষ সংগঠনগুলো সেখানকার তিনটি খুঁটির একটি মাঝে মাঝে ব্যবহার করে।

সর্বসম্মত সিদ্ধান্তটি ছিল মৌলিকভাবে বাকস্বাধীনতার অধিকারের পক্ষে। আদালত বলেছে যে, শহরটি যখন বিভিন্ন সংগঠনকে সিটি হলের সামনের খুঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছিল, তখন শহরটি সকলের জন্য উন্মুক্ত একটি পাবলিক ফোরাম তৈরি করেছিল। এটি স্মারক অনুষ্ঠানের উদ্দেশ্যে করা হয়েছিল এবং আদালত রায় দিয়েছে যে, খ্রিস্টান পতাকা উত্তোলনের বেলায় বিপরীত আচরণ করা বাকস্বাধীনতার লঙ্ঘন।

“যখন সরকার বিভিন্ন অভিব্যক্তিকে উৎসাহ দেয়—ধরা যাক, বিতর্কের জন্য একটি ফোরাম তৈরি করে—প্রথম সংশোধনী তাদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বক্তাদের প্রতি বৈষম্য করাকে বাধা দেয়”, বিচারপতি স্টিফেন ব্রেয়ার সিদ্ধান্তে লিখেছেন৷

ক্যাম্প কনস্টিটিউশনের পরিচালক হ্যারল্ড শার্টলেফ ২০১৮ সালে শহরের বিরুদ্ধে তাকে তিনটি খুঁটির মধ্যে একটি ব্যবহার করতে অস্বীকার করায় মামলা করেছিলেন। তাদের মধ্যে দুটি আমেরিকান পতাকা ও ম্যাসাচুসেটস রাজ্যের পতাকার জন্য সংরক্ষিত। বোস্টন যুক্তি দিয়েছিল যে, প্রদর্শিত পতাকাগুলো সরকারি ভাষ্য, যা শহরের কর্মকর্তারা বেছে নিতে পারেন।

আদালত পতাকা বার্তাগুলোর শহরের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন যে, বোস্টন ২০১৭ সালে ধর্মীয় গ্রুপের পতাকাটি ব্যতীত কোনো আপত্তি ছাড়াই পতাকা ওড়ানোর ২৮৪টি অনুরোধ অনুমোদন করেছিল।

বাইডেন প্রশাসন এই মামলায় খ্রিস্টান গ্রুপকে সমর্থন করে এবং আদালতের কাগজপত্রে যুক্তি দেয় যে, যেহেতু বোস্টনের খুঁটিটি সবার জন্য উন্মুক্ত একটি ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, তাই এটি তাদের দৃষ্টিতে, ক্যাম্প কন্সটিটিউশনের বিরুদ্ধে অবৈধভাবে বৈষম্য করা হয়েছে।

XS
SM
MD
LG