অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ মুসল্লি


শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত
শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত

করোনার কারণে দুই বছর বিরতির পর মঙ্গলবার (৩ মে) বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এশিয়ার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঈদ জামাত শেষে জেলা প্রশাসক ও ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম সাংবাদিকদের জানান, জামাতে প্রায় তিন লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

এ বছর কিশোরগঞ্জ বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সোয়েব বিন আব্দুর রউফ জামাত পরিচালনা করেন। জামাতে মুসল্লিরা মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, পুরো শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সিসিটিভি ক্যামেরা ছাড়াও ড্রোন দিয়ে পুরো এলাকায় নজর রাখা হয়। এ ছাড়া যেকোনো জরুরি অবস্থার জন্য দুটি ফায়ার টেন্ডার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলাচল করেছে যাতে আগ্রহীরা বৃহত্তম ঈদ জামাতে যোগ দিতে পারেন।

XS
SM
MD
LG