অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার তেল ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইইউ


ইইউ কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন (মাঝে) ইউক্রেনের কিয়েভের উপকণ্ঠে বুচায় নিহত বেসামরিক মানুষদের মৃতদেহ দেখছেন। ৮ এপ্রিল, ২০২২।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন নিষেধাজ্ঞার একটি নতুন প্যাকেজ প্রস্তাব করেছেন যার মধ্যে সমস্ত রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজের অধীনে অপরিশোধিত তেল আমদানি ছয় মাসের মধ্যে বন্ধ করার এবং বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানি বন্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে। প্যাকেজটি ইইউ সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে হবে।

তিনি বলেন, এরকম পর্যায়ক্রমিক পদ্ধতি ইউরোপীয় সদস্যদের রুশ পণ্য আমদানির বিকল্প খুঁজে বের করার অনুমোদন দেবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব হ্রাস করবে। এ সমস্ত পদক্ষেপ রাশিয়ার ওপর চাপ বাড়াতে সাহায্য করবে এবং একইসাথে অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করার জন্য আরও বিস্তৃত ইউরোপীয় পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন। তিনি এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, একটি নতুন ইইউ প্যাকেজে “জ্বালানির সংস্থান থেকে রাশিয়ার রাজস্ব আয় বন্ধ করার জন্য স্পষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত করা উচিত।“

প্রস্তাবিত ইইউ নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবার ব্যাঙ্ককে আন্তর্জাতিক সুইফট লেনদেন এবং বার্তা প্রেরণ ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া এবং “যারা বুচায় যুদ্ধাপরাধ করেছে এবং মারিউপোলের অমানবিক অবরোধের জন্য দায়ী” উচ্চপদস্থ সামরিক অফিসারদের তালিকাভুক্ত করার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ বলেছে, মানহুশ শহরের অন্যান্য বেসামরিক নাগরিকদের সাথে ১০১ জনকে মারিউপোল থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে তারা প্রাথমিক ত্রাণ সহায়তা ও স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত সহায়তা পাচ্ছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG