অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে বেইজিং-এ পাতাল রেল বন্ধ


বেইজিং-এ টানা দ্বিতীয় দিনে কভিড-১৯ পরীক্ষার সময় একজন কর্মী এক লোকের কোভিড-১৯ পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করছেন। মে ৪,২০২২।

কোভিড-১৯ সংক্রমণের বিস্তারকে হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসেবে কয়েক ডজন পাতাল রেল স্টেশন বন্ধ করে দিয়েছে বেইজিং-এর কর্তৃপক্ষ।

বুধবার চীনের রাজধানী ঘোষণা করেছে যে, তারা শত শত বাস রুটসহ তাদের রেল সিস্টেমের প্রায় ১০ শতাংশ অর্থাৎ ৪০ টিরও বেশি পাতাল রেল স্টেশন বন্ধ করে দিচ্ছে।

মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর কোভিড পজিটিভ ধরা পড়ার পরে এপ্রিলের মাঝামাঝি থেকে বেইজিং সতর্কতা অবলম্বন করেছে। ওই ১০জন শিক্ষার্থীর কোভিড পজিটিভ হওয়ায় সাংহাইয়ের অর্থনৈতিক কেন্দ্রের ওপর আরোপিত লকডাউনের মতো শহরব্যাপী একটি সম্ভাব্য লকডাউনের আশঙ্কায় মুদি পণ্য ও অন্যান্য সরবরাহ ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

জিম এবং থিয়েটারের মতো স্থানসহ স্কুল এবং ব্যবসা বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ শহরের ২ কোটি ১০ লাখ বাসিন্দাদের বেশিরভাগের জন্য কভিডের গণ-পরীক্ষা অভিযান শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দেশটির মূল ভূখণ্ডে ৩৫৩ টি নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে যার মধ্যে সাংহাইয়ে কোভিড পজিটিভ শনাক্তের সংখ্যা ২৬০।মূল ভূখণ্ডে মোট ৫ হাজার ৭৫ টি উপসর্গবিহীন কেস রিপোর্ট করা হয়েছে যার মধ্যে সাংহাইয়ে শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭২২।

চীন তাদের “জিরো-কোভিড” নীতি দ্বিগুণ হারে প্রয়োগ করছে। যদিও তা তাদের দৈনন্দিন জীবনকে মারাত্নকভাবে ব্যাহত করেছে এবং অর্থনৈতিক কার্যকলাপকে থামিয়ে দিয়েছে।

XS
SM
MD
LG