অ্যাকসেসিবিলিটি লিংক

মারিউপোল, আজভস্টালে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে: জাতিসংঘের প্রধান


ফাইল - ইউক্রেনীয় ন্যাশনাল গার্ডের আজভ স্পেশাল ফোর্সেস রেজিমেন্টে থেকে দেওয়া একটি ভিডিও থেকে নেওয়া এই ছবিটিতে পূর্ব ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টের ধ্বংসাবশেষের উপর দিয়ে লোকেদের হেটে যেতে দেখা যাচ্ছে। ১ মে, ২০২২

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল এবং আজভস্টাল স্টিল প্ল্যান্টে বেসামরিক লোকজনকে সহায়তার জন্য তৃতীয় স্থানান্তর অভিযান চলছে।

সংবেদনশীল মিশন সম্পর্কে বিশদ বিবরণে যেতে অস্বীকার করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, "আমাদের অবশ্যই এই নরক থেকে লোকদের বের করার জন্য যথাসাধ্য কাজ করে যেতে হবে।"

জাতিসংঘের প্রধান ২৬শে এপ্রিল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন এবং তারপরে ২৮শে এপ্রিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করতে কিয়েভ যান।

মস্কোতে তার বৈঠকের সময়, রাশিয়ান প্রেসিডেন্ট অবরুদ্ধ দক্ষিণ শহর মারিউপোল এবং বিশাল ইস্পাত কারখানা থেকে কিছু লোকজন সরানোর অনুমতি দিতে সম্মত হন, যেখানে এই ১০ সপ্তাহের যুদ্ধে শত শত বেসামরিক লোক আশ্রয় নিয়েছিল।

এই সপ্তাহে, আজভস্টালের অভ্যন্তরে ১০১ জন বেসামরিক নাগরিক এবং কাছাকাছি অঞ্চল থেকে আরও ৪০০ জনকে জাতিসংঘ-আন্তর্জাতিক কমিটি অফ রেড ক্রস দলের দ্বারা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

গুতেরেস কাউন্সিল সদস্যদের বলেছেন, "আমি আশা করি যে মস্কো এবং কিয়েভের সাথে এই ধরণের অবিরত সমন্বয় আরো মানবিক বিরতির দিকে নিয়ে যাবে, যাতে যুদ্ধ থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া যায় এবং গুরুতর প্রয়োজনে তাদের কাছে সহায়তা পৌঁছে দেয়া যায়” ।

XS
SM
MD
LG