জাতিসংঘে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দূত বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে কারণ সংঘাতে কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউক্রেনের দূত বলেন, ইউক্রেনে সাময়িকভাবে দখলকৃত এলাকা থেকে রাশিয়া প্রায় চার লক্ষ টন শস্য চুরি করেছে।
হোয়াইট হাউজ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে কারিন জ্যঁ-পিয়েরে জেন সাকির স্থলাভিষিক্ত হয়ে হোয়াইট হাউজের নতুন প্রেস সেক্রেটারি হবেন। বর্তমান ডেপুটি প্রেস সেক্রেটারি জ্যঁ--পিয়েরে প্রথম কৃষ্ণাঙ্গ এবং এই পদের জন্য প্রথম প্রকাশ্য সমকামী ব্যক্তি।
এদিকে, যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার প্রবক্তারা জানিয়েছেন সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্ত বাতিল করে দিতে চলেছে এমন এক খসড়া মতামত সোমবার নজিরবিহীন ভাবে ফাঁস হওয়ার পর গর্ভপাত পরিষেবাগুলির জন্য চাহিদা এবং অনুদান প্রচণ্ড বেড়ে গিয়েছে। ১৯৭৩ সালের ল্যান্ডমার্ক ঐ সিদ্ধান্ত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়।