ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগে ঢাকাগামী বরিশালের তিন লঞ্চকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নদী বন্দরে লঞ্চগুলোকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এমভি পারাবত-১৮, পারাবত-১০ ও এমভি সুরভী-৯ লঞ্চকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুশফিকুর রহমান বলেন, “অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে লঞ্চগুলোকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকার উদ্দেশে ঘাট থেকে ছেড়ে দেওয়া হয়েছে”।