অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:23 0:00

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন সোমবার স্লোভাকিয়ায় প্রেসিডেন্ট জুজানা কাপুতোভার সাথে সাক্ষাত করেন। এর আগে মিসেস বাইডেন অঘোষিত ইউক্রেন সফর করেন এবং যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কার সাথে দেখা করেন।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ব্যাংক, অ্যাকাউন্টিং এবং কনসাল্টিং খাতে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। হোয়াইট হাউজ রবিবার জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন জি-7 নেতৃবর্গ এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ভার্চুয়ালি কথা বলার পর গ্রুপ অফ সেভেন ক্লাব নামে পরিচিত ধনী সাতটি দেশ "রাশিয়ান তেল আমদানি বন্ধ বা নিষিদ্ধ করার" প্রতিশ্রুতি দিয়েছে।

ইউক্রেনে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিক ক্রিস্টিনা কভিয়েন ও তার দল রোববার কিয়েভে পৌঁছেছেন। সিবিএস নিউজ পররাষ্ট্র মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে বলেছে, দূতাবাস আশা করছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা পুনরায় পূর্ণ কার্যক্রম শুরু করবে এবং আমেরিকার পতাকা উত্তোলন করবে।

XS
SM
MD
LG