অ্যাকসেসিবিলিটি লিংক

যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত, ৩ দোকানির জরিমানা


যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত
যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত

বাংলাদেশের রাজধানী ঢাকার, যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে, তিনটি মুদি দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার কয়েকজন মুদি দোকানি বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে, সরকার নির্ধারিত দামের চেয়ে সাধারণ মানুষের কাছে প্রতি লিটার ৩৪ টাকা বেশি দরে বিক্রি করছে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের উপস্থিতিতে, বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত, উত্তর যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আভিযানিক দলটি।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহারুল ইসলাম, অদিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোরের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের সদরদপ্তরের অতিরিক্ত এসপি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং) বিনা রানী দাস জানান, “ভ্রাম্যমাণ আদালত ওই সব দোকানে ১৫ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পেয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুদি দোকানিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, তারা বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন।”

এসব চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত এসপি বিনা রানী।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও র‍্যাব

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদও রয়েছেন। এ ছাড়া র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র‍্যাব ৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। এতে বলা হয়েছে যে, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ন করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র‍্যাব হচ্ছে ২০০৪ সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকান্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে, র‍্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা, ২০০৯ সাল থেকে ৬০০ ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং ২০১৮ সাল থেকে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সব ঘটনার শিকার হচ্ছে বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

XS
SM
MD
LG