অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের রানী এলিজাবেথ প্রথমবারের মত প্রিন্স চার্লসকে সংসদ উদ্বোধনের দায়িত্ব দিলেন


লন্ডনে ওয়েস্টমিনস্টার প্রাসাদে সংসদের রাষ্ট্রীয় উদ্বোধনের সময় রানীর মুকুটের পাশে বসে সংক্ষিপ্ত ভাষণ পড়ছেন প্রিন্স চার্লস।১০ মে ২০২২।(ছবি-এপি/অ্যালিস্টার গ্রান্ট, পুল)
লন্ডনে ওয়েস্টমিনস্টার প্রাসাদে সংসদের রাষ্ট্রীয় উদ্বোধনের সময় রানীর মুকুটের পাশে বসে সংক্ষিপ্ত ভাষণ পড়ছেন প্রিন্স চার্লস।১০ মে ২০২২।(ছবি-এপি/অ্যালিস্টার গ্রান্ট, পুল)

মঙ্গলবার ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা, রানী দ্বিতীয় এলিজাবেথকে ছাড়াই সংসদে রানীর ভাষণের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দেন। ছয় দশকের মধ্যে এই প্রথমবারের মত অনুপস্থিত ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

৯৬ বছর বয়সী রানী সংসদের আনুষ্ঠানিক উদ্বোধনে তার বক্তৃতা পড়া থেকে বিরত থাকেন। বাকিংহাম প্যালেস এর কারণ হিসাবে "এপিসোডিক মোবিলিটি ইস্যুজ" বা চলাফেরা করায় সমস্যা বলে জানায়।

তার ছেলে এবং উত্তরাধিকারী, প্রিন্স চার্লস, একটি সংক্ষিপ্ত বক্তৃতা পড়েন। এতে সরকারের ৩৮টি আইন পাস করার পরিকল্পনার কথা বলা হয়। এর মধ্যে অর্থনীতি, স্বাস্থ্য, পরিবহন এবং শিক্ষা আইন অন্তর্ভুক্ত রয়েছে। তবে বক্তৃতায় জ্বালানি ও খাদ্যের ঊর্ধ্বগতি মূল্যের সঙ্গে লড়াইরত পরিবারগুলিকে সাহায্য করার মত মাত্র কয়েকটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।

অনুষ্ঠানটি সংসদের অনির্বাচিত উচ্চ কক্ষ হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হয় কারণ হাউস অফ কমন্সে রানী এলিজাবেথের উপস্থিত থাকার নিয়ম নেই ।

ব্রিটেনের রক্ষণশীল সরকার অপরাধ হ্রাস, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং যুক্তরাজ্যের মহামারী-ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছে। সংসদে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আগামী বছরের জন্য তাদের পরিকল্পনা তুলে ধরা হয়।

XS
SM
MD
LG