হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ অবৈধ মাদক পাচার এবং অস্ত্র পাচারের অভিযোগে মঙ্গলবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
যুক্তরাষ্ট্রের কৌশুলিরা অভিযোগ করেন, ২০০৪ সাল থেকে হার্নান্দেজ ভেনিজুয়েলা এবং কলম্বিয়া থেকে আসা টনের পর টন কোকেন হন্ডুরাসের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পাচারের অনুমতি দিয়েছিলেন। একইসাথে লাখ লাখ ডলার ঘুষের বিনিময়ে মাদক পাচারকারীদের তদন্তের হাত থেকে রক্ষা করেন।
বিচারক আদালতে হার্নান্দেজের পরবর্তী হাজিরার তারিখ ২৮ সেপ্টেম্বর ধার্য করেছেন এবং বলেছেন তার বিচারের কাজ আগামী জানুয়ারিতে শুরু হতে পারে।
আট বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা ছাড়ার কয়েক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের অনুরোধে ফেব্রুয়ারিতে হার্নান্দেজকে টেগুচিগাল্পায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যর্পণ এড়ানোর জন্য হার্নান্দেজের চূড়ান্ত আপিল হন্ডুরাসের সুপ্রিম কোর্ট খারিজ করার পর গত মাসে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করা হয়।
ক্ষমতায় থাকাকালীন হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্টকে বিশৃঙ্খলা ও দুর্ভোগের কারণ হিসেবে অভিযুক্ত করে তার আটককে উদযাপন করতে মঙ্গলবার বিক্ষোভকারীরা আদালতের বাইরে জড়ো হয়েছিল।
হার্নান্দেজ একসময় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেকে তিনি ড্রাগ কার্টেলের প্রচণ্ড বিরোধী হিসেবে তুলে ধরেন। তিনি অভিযোগ করেছেন, পাচারকারীরা প্রতিশোধ নেয়ার জন্য এবং তাদের শাস্তি কমানোর জন্য তার নামে কলংক লেপন করছে।
[এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে]