অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে


বর্তমান বিশ্ব সংকটের কারণে এবং কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য, বাংলাদেশ সরকার, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১২ মে), এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বিদেশ ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে, উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট, উভয় ক্ষেত্রে প্রযোজ্য এবং কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলোন, ‘প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের বিরুদ্ধে নির্দেশনা জারি করেছেন, যদি না এটি কৌশলগত দিক থেকে খুব প্রয়োজনীয় বা অপরিহার্য না হয়।’

XS
SM
MD
LG