অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন ফিলিপাইনের সম্ভাব্য আগামি প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন


মার্কোস জুনিয়র ২০২২ সালের ১৩ই এপ্রিল, ফিলিপাইনের কুইজন সিটিতে একটি প্রচার সমাবেশের সময় জনতাদের উদ্য়েশ্যে হাত উঁচু করেছেন। মার্কোস জুনিয়র, প্রয়াত স্বৈরশাসকের ছেলে এবং ভাইস-প্রেসিডেন্ট পদে তাঁর সতীর্থ সারা দুতের্তে বিদায়ী রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তের মেয়ে।
মার্কোস জুনিয়র ২০২২ সালের ১৩ই এপ্রিল, ফিলিপাইনের কুইজন সিটিতে একটি প্রচার সমাবেশের সময় জনতাদের উদ্য়েশ্যে হাত উঁচু করেছেন। মার্কোস জুনিয়র, প্রয়াত স্বৈরশাসকের ছেলে এবং ভাইস-প্রেসিডেন্ট পদে তাঁর সতীর্থ সারা দুতের্তে বিদায়ী রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তের মেয়ে।

ওয়াশিংটনে ম্যানিলার রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে তার বাহ্যত নিরংকুশ বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছেন।

বাইডেন হলেন বিশ্ব নেতাদের মধ্যে প্রথম যিনি ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের ছেলের নির্বাচনী বিজয়কে স্বীকৃতি দিয়েছেন। তার প্রার্থীতা মানবাধিকার কর্মী এবং গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলিকে শঙ্কিত করেছে।

ফিলিপাইনের রাষ্ট্রদূত জোসে ম্যানুয়েল রোমুয়াল্ডেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, "প্রেসিডেন্ট বাইডেন মার্কোস জুনিয়রকে বলেছেন যে ওয়াশিংটন তার সাথে কাজ করার জন্য উন্মুখ এবং তিনি দীর্ঘদিনের মৈত্রির অভিন্ন ইতিহাসকে তুলে ধরেন।" রোমুয়াল্ডেজ আরো বলেন যে তাঁরা ১০মিনিটের বেশী সময় ধরে কথা বলেছেন।

হোয়াইট হাউজে এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই, জলবায়ু সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং মানবাধিকারের প্রতি সম্মান সহ বিস্তৃত বিষয়ে সহযোগিতা প্রসারিত করাও বাইডেনের লক্ষ্য।

মার্কোস জুনিয়র সোমবারের নির্বাচনে বেসরকারি গণনাতে ৩ কোটি ১০ লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন যা কয়েক দশকের মধ্যে ফিলিপাইনের প্রেসিডেন্টের জন্য অন্যতম শক্তিশালী ম্যান্ডেট বলে অনুমান করা হয়েছে। তার ভাইস-প্রেসিডেন্ট পদে তাঁর সতীর্থ সারা দুতের্তেও বিপুল ভোটের মাধ্যমে জিতেছেন বলে মনে হচ্ছে।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মুখপাত্র, ভিক রদ্রিগেজ বলেছেন, মার্কোস জুনিয়র বুধবার বিজয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটি গণতন্ত্রকে উজ্জীবিত করেছে এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে অভিন্ন ক্ষেত্র খোঁজার প্রতিশ্রুতি দিয়েছে।

রদ্রিগেজ তাকে উদ্ধৃত করে বলেছেন, "বিশ্বের কাছে: আমাকে আমার পূর্বপুরুষদের দ্বারা নয়, আমার কর্ম দ্বারা বিচার করুন,"।

XS
SM
MD
LG