অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ


বাংলাদেশের কক্সবাজার জেলার, উখিয়া ক্যাম্পে বৃহস্পতিবার (১২ মে), রান্নার গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয় রোহিঙ্গা দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দগ্ধরা হলেন- নুর আলম, তার স্ত্রী, তাদের দুই ছেলে ও পাশের বাড়ির আরও দুজন।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক জানান, “দগ্ধদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”

তিনি জানান, “সকাল ৯টার দিকে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এর নূর আলমের বাড়িতে রান্না করতে গেলে গ্যাসের পাইপলাইনে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”

XS
SM
MD
LG