অ্যাকসেসিবিলিটি লিংক

সাকিব করোনামুক্ত, ‘পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টে’


আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের উইকেট নেয়ার পর উল্লসিত বাংলাদেশের সাকিব আল হাসান । ২৪ জুন ২০১৯।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের উইকেট নেয়ার পর উল্লসিত বাংলাদেশের সাকিব আল হাসান । ২৪ জুন ২০১৯।

করোনা আক্রান্ত হওয়ার তিনদিন পর করোনা-নেগেটিভ হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (১৩ মে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

এই অলরাউন্ডার শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তাকে পাওয়া যাবে। তবে, সাকিব প্রথম টেস্ট খেলবেন কি না তা স্পষ্ট নয়।

কক্সবাজার যাওয়ার পথে, চট্টগ্রামে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “কোভিড-১৯ থেকে দ্রুত সেরে ওঠা সহজ নয়। সাকিব প্রথম টেস্ট খেলতে পারবে কি না, তা সাকিবের ওপরই নির্ভর করছে। ওডিআই বা টি-টোয়েন্টি ম্যাচ হলে তার জন্য সহজ হতো।”

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে ঢাকায়।
এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই ইভেন্টে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে।

XS
SM
MD
LG