অ্যাকসেসিবিলিটি লিংক

পটুয়াখালীতে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ৩ জন আটক


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া গ্রামে টাকা চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে গাছের সঙ্গে শিকলে বেঁধে তিন দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছেন।

ভুক্তভোগী কিশোরের নাম মুন্না (১৬)। সে ওই এলাকার শাহাজাহন কমান্ডারের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে তানিয়া, মমতাজ ও শামীম নামের তিনজনকে আটক করেছে পুলিশ।

এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৮৫ হাজার টাকা চুরির অপবাদে ভুক্তভোগী মুন্নাকে একটি গাছের সঙ্গে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন। ভিডিওতে মুন্নার শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যায়।

ভুক্তভোগী মুন্নার মা হাসিনা বেগম জানান, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া দফায় দফায় তার ছেলের ওপর নির্যাতন চালায়। এরপর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নির্যাতিত কিশোরের মা হাসিনা বেগমের অভিযোগের ওপর ভিত্তি করে আমরা মামলা নিচ্ছি। ইতোমধ্যে তিনজনকে আটক করেছি। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব”।

XS
SM
MD
LG