অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার মামলায় সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আসকারদিঘীর পাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারের পর বিকেলে লিওকে জেলে পাঠানো হয়েছে”।

উল্লেখ্য, ইফতার পাটিতে দাওয়াত না দেওয়া এবং ব্যানারে নাম না থাকায় গত ২৯ এপ্রিল আওয়ামী লীগের পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম ও তার অনুসারীরা।

এতে তিনি মাথায় আঘাত পান এবং হাত ভেঙে যায় তার।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেন। সেই মামলার তিন নম্বর অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিও।

এ মামলার প্রধান অভিযুক্ত চেয়ারম্যান জসিম ও তার ছেলেকে পুলিশ ঘটনার পরদিন গ্রেপ্তার করেছিল।

XS
SM
MD
LG