নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের দফতর শনিবার এক বিবৃতিতে জানায় যে, তার মৃদু উপসর্গ রয়েছে এবং তার সঙ্গি ক্লার্ক গেফোর্ডের সংক্রমণ ধরা পড়ার পর, গত রবিবার থেকে প্রধানমন্ত্রী আইসোলেশনে রয়েছেন।
আরডার্নের ২১ মে পর্যন্ত আইসোলেশনে থাকার কথা রয়েছে। এর ফলে সোমবার সংসদে সরকারের (দূষণ) নির্গমন হ্রাস পরিকল্পনা উন্মোচনের সময়ে এবং বৃহস্পতিবার দেশটির বাজেট উত্থাপনের সময়ে তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না।
আরডার্ন বলেন, “এই সপ্তাহ সরকারের জন্য এক মাইলফলক অর্জনের সময় , এবং আমি দুঃখভারাক্রান্ত যে আমি সেখানে উপস্থিত থাকতে পারব না।”
অপরদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স একাডেমির চারজন ক্যাডেট হয়ত প্রশিক্ষণ সমাপ্ত করতে বা কমিশন লাভ করতে পারবেন না, কারণ তারা কোভিড-১৯ এর টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এপি জানায় যে, বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছেন, ঐ ক্যাডেটদের হয়ত “প্রশিক্ষণের জন্য ব্যয় হওয়া হাজার হাজার ডলার ফেরত দিতে হতে পারে।”
এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন শনিবার ঘোষণা দেয় যে, চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন ২০২৩ এএফসি এশিয়ান কাপ আয়োজন করতে পারছে না।
এক বিবৃতিতে কনফেডারেশন জানায় যে, তারা “কোভিড-১৯ মহামারীর কারণে উদ্ভূত বিশেষ পরিস্থিতি উপলব্ধি করে, যার ফলে চীন তাদের আয়োজনের অধিকার পরিত্যাগ করেছে।”
চীন শূন্য-কোভিড নীতি অনুসরণ করে। এই নীতির ফলে হাজার হাজার মানুষ দীর্ঘ সময়ের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হয়েছে।
দ্য জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে যে, শনিবার দিনের শুরুর দিক পর্যন্ত ৫২ কোটির বেশি মানুষের কোভিড-১৯ সংক্রমণ সনাক্ত হয়েছে এবং ৬০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে।