অ্যাকসেসিবিলিটি লিংক

ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়া 'ভুল' হবে বলে সতর্ক করলেন পুতিন


একটি আইসব্রেকারে ফিনল্যান্ডের পতাকা উড়ছে। (ফাইল ছবি)

ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডকে উদ্দেশ্য করে বলেছেন, ফিনল্যান্ডের নেটোতে যোগদান করা একটি মস্ত বড় "ভুল" হবে।

ফোনালাপ

অন্যদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোর অফিসের এক বিবৃতি অনুসারে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির নেটোতে যোগদানের আকাঙ্ক্ষা সম্পর্কে প্রেসিডেন্ট সাউলি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন। এই কথোপকথনের উদ্যোগ নিয়েছিল ফিনল্যান্ড।

বিবৃতিতে নিনিস্টোকে উদ্ধৃত করে বলা হয়, "দুই নেতার মধ্যে সরাসরি এবং সোজা-সাপটা আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে কোনরকম উত্তেজনা ছাড়াই।আর,উত্তেজনা এড়ানোকেই আলোচনায় গুরুত্ব দেয়া হয়।"

ঐ ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, পুতিন নিনিস্টোকে বলেছেন, ফিনল্যান্ডের নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করা, রুশ-ফিনিশ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রেসিডেন্ট নিনিস্টো এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বৃহস্পতিবার বলেছেন, তারা চান যে দেশটি "বিলম্ব না করে" নেটোতে যোগদান করুক। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায়, ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ দেশটির এমন বড় নীতিগত পরিবর্তন দেখা গেলো ।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে,"পুতিন জোর দিয়ে বলেছেন, যেহেতু ফিনল্যান্ডের কোন নিরাপত্তা হুমকি নেই, তাই সামরিক নিরপেক্ষতার ঐতিহ্যগত নীতির অবসান ফিনল্যান্ডের একটি ভুল সিদ্ধান্ত হবে।"

ঐতিহ্যগতভাবে আরেকটি নিরপেক্ষ স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনও, আগামী কিছু দিনের মধ্যে নেটোতে যোগ দিতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বার্লিন যাচ্ছেন নেটো পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে। শনিবারের ঐ আলোচনায় মূল বিষয় হবে নেটোর সম্ভাব্য সম্প্রসারণ ।

এদিকে, কয়েক সপ্তাহ ধরে গোলাবর্ষণের পর, প্রচন্ড বাধার মুখে পড়া, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ সেনারা, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সরে যাচ্ছে। তারা এখন সরবরাহ পথ সুরক্ষায় মনোযোগ দিচ্ছে। অথচ পূর্ব ডোনেটস্ক অঞ্চলে আক্রমণ শুরু করার পর, তারা বলেছিলো ইউ্ক্রেনের সেনাদের তারা ধ্বংস করে দেবে। ধ্বংস করে দেবে সকল প্রতিরক্ষা স্থাপনা।

এদিকে, ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার, বলেছে, ইউক্রেন সম্ভবত "খারকিভের যুদ্ধে জয়ী হয়েছে।"

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে শুক্রবার বলেন, “এই যুদ্ধ কতদিন চলবে তা এখন কেউই অনুমান করতে পারে না।”

তিনি বলেন, “তবে আমাদের ভূখন্ড দ্রুত মুক্ত করতে আমাদের পক্ষে যা করা সম্ভব তার সবই আমরা করছি। এটাই আমাদের অগ্রাধিকার – যুদ্ধটি সংক্ষিপ্ত করতে প্রতিদিন কাজ করে যাওয়া।”

জেলেন্সকি বলেন যে, যুদ্ধের স্থায়ীত্বকাল “দূর্ভাগ্যজনকভাবে শুধু আমাদের দেশের মানুষদের উপর নির্ভর করছে না, যারা কিনা ইতোমধ্যেই তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন।”

তিনি বলেন, “সেটা আমাদের সহযোগীদের উপরও নির্ভর করছে – ইউরোপীয় দেশগুলোর উপর, মুক্ত বিশ্বের সকল দেশের উপর।”

XS
SM
MD
LG