বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় এক মাদরাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১৫ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহানন্দাগাছা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার সকালে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক নাহিদ হাসান নাজমুল (২৬) উপজেলার সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শনিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার ওই মাদরাসাছাত্রী পাশেই তার নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এই সময় নাহিদ তাকে রাস্তা থেকে জোর করে পাশের আখ খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকার শুনে মাঠে থাকা কৃষকেরা এগিয়ে এলে অভিযুক্ত নাহিদ পালিয়ে যায়।