চট্টগ্রাম টেস্টে সোমবার শ্রীলঙ্কা ৩৯৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে।
শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ১৯৯ রান করেন। অন-সাইডে নাঈমকে স্লগ করতে গিয়ে সাকিব আল হাসানের কাছে সহজ ক্যাচ দিয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন ম্যাথিউস।
বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে দিনেশ চান্দিমাল দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ এবং কুসল মেন্ডিস ৫৪ রান করেন। বাংলাদেশের পক্ষে নাঈম ছয়টি, সাকিব তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭৬ রান করেছে বাংলাদেশ।