ইউক্রেন সোমবার জানিয়েছে যে, তাদের বাহিনী পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সৈন্যদের খারকিভ অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য করেছে। এর ফলে ইউক্রেনীয় সৈন্যরা রুশ সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক একটি ভিডিও পোস্ট করে। তাদের ভাষ্যমতে, ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের সৈন্যরা সীমান্তে পৌঁছে গিয়েছে, এক সৈন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে বলছেন, “আমরা এখানে পৌঁছে গিয়েছি”।
ঐ ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে রুশ আগ্রাসন প্রতিরোধ করার পর, ইউক্রেনের বাহিনী ঐ এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে। ইযয়ুম-এ রুশ বাহিনী সমবেত হওয়ার এলাকা থেকে তাদের পিছু হটানোর চেষ্টা করে আসছিল ইউক্রেন। রুশ বাহিনী বর্তমানে পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলে মনোনিবেশ করছে।
জেলেন্সকির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক সোমবার এক টুইটে বলেন, “কিয়েভ, খারকিভ এবং ওডেসা দখলের স্বপ্ন দেখেছিল ক্রেমলিন, তারপর ভেবেছিল অন্তত ডনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের কথা।” টুইটে আরও বলা হয়, “এখন রুশ সৈন্যরা শক্তির অভাবে লুহানস্ক অঞ্চলে জড়ো হয়ে আছে। আমরা সাম্রাজ্যবাদী হামবড়া ভাবের মোকাবেলা করা এবং মস্কোকে বাস্তবতার সম্মুখীন করা অব্যাহত রেখেছি।”
রবিবার দিনের শেষদিকে এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন যে, ডনব্যাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশদের নতুন আক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।
জেলেন্সকি বলেন, “দখলদারেরা এখনও স্বীকার করতে চায় না যে, তাদের আর কোন পথ নেই এবং তাদের তথাকথিত ‘বিশেষ অভিযান’ ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গিয়েছে।”