প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের মঙ্গলবার নিউ ইয়র্কের বাফেলোতে যাওয়ার কথা রয়েছে যেখানে শনিবার একটি গ্রসারির দোকানে হামলায় ১০ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বাইডেন এ ঘটনাকে "বিদ্বেষমূলক, বর্ণবাদী, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী অপরাধ ও সহিংস উগ্রবাদী ঘটনা" হিসেবে বর্ণনা করেছেন। বন্দুকধারী ছিলেন শ্বেতাঙ্গ এবং গুলিবিদ্ধ ১৩ জনের ১১ জনই কৃষ্ণাঙ্গ।
যুক্তরাষ্ট্র সেনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল সোমবার হেলসিঙ্কিতে বলেছেন, আমেরিকা "যত দ্রুত সম্ভব" নেটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির ব্যবস্থা করার চেষ্টা করবে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ড নেটোর সদস্যপদ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার আবুধাবিতে পৌঁছেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের সাথে যোগ দেন। আল নাহিয়ান ৭৩ বছর বয়সে শুক্রবার মারা যান।