অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক প্রেসিডেন্টকে পুনর্নির্বাচিত করল সোমালিয়ার সংসদ


নির্বাচনে জয়লাভের পর সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হুলানে সামরিক ঘাঁটিতে বক্তব্য রাখছেন হাসান শেখ মোহামাদ, ১৫ মে ২০২২।
নির্বাচনে জয়লাভের পর সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হুলানে সামরিক ঘাঁটিতে বক্তব্য রাখছেন হাসান শেখ মোহামাদ, ১৫ মে ২০২২।

এক দীর্ঘ ভোট প্রক্রিয়ার পর রবিবার মোগাদিশুতে সোমালিয়ার সংসদ সাবেক প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে।

কঠোর নিরাপত্তা বলয়ে থাকা মোগাদিশুর বিমানবন্দরে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিমানবন্দরের এক হ্যাঙ্গারের ভেতরে স্থাপিত তাঁবুর মধ্যে, গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। আফ্রিকান ইউনিয়নের বাহিনী তাঁবুর নিরাপত্তার দায়িত্বে ছিল। উচ্চ এবং নিম্নকক্ষের সমন্বয়ে সংসদের এক যৌথ অধিবেশনে, ৩২৭ জন আইনপ্রণেতা তিন পর্বে অনুষ্ঠিত ভোটে ৩৬ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য ভোট দেন।

বিদায়ী প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি ফারমাজো এবং তার অব্যবহিত পূর্বসূরি, মোহামাদ, ভোটের শেষ পর্বে লড়াই করেন। তাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই জয়ের জন্য যথেষ্ট ছিল। এটি ২০১৭ সালের নির্বাচনের পুনরাবৃত্তি, যখন কিনা মোহামাদকে হারিয়ে ফারমাজো প্রেসিডেন্ট হয়েছিলেন।

স্পিকার আদান মোহামেদ নুর বলেন, “শেষ পর্বে ৩২৭ জন সাংসদের দেওয়া ভোটের মধ্যে, হাসান শেখ মোহামাদ ২১৪ ভোট পেয়েছেন, অপরদিকে প্রেসিডেন্ট ফারমাজো ১১০ ভোট পেয়েছেন, তিনটি ভোট বাতিল হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “এই মুহুর্ত থেকে ন্যায়সঙ্গতভাবে তিনিই প্রেসিডেন্ট।”

জাতীয় টেলিভিশনে এক সরাসরি সম্প্রচারে মোহামাদকে অভিনন্দন জানান ফারমাজো।

মোহামাদকে অবিলম্বে শপথ পাঠ করানো হয়।

এক সংক্ষিপ্ত ভাষণে, নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবেলকে ধন্যবাদ জানান মোহামাদ।

মোহামাদ বলেন যে, তিনি ফারমাজোর সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, “কোন প্রতিশোধ নেওয়া হবে না। আমাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, তাহলে আমরা দেশের আইন অনুযায়ী সেগুলোর মধ্যস্থতা করব।”

XS
SM
MD
LG