সাংবাদিক আমির খসরুর ৭৪ বছর বয়সী মাকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মে) পিরোজপুর জেলা শহরের সিআই পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী সিতারা হালিম বাসায় একাই থাকতেন।
বাড়ির এক ভাড়াটিয়া পুলিশকে জানান, সকালে ভবনের সংস্কারের কাজ শুরু করতে এক রংমিস্ত্রী দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে ভাড়াটিয়াকে বিষয়টি জানালে, তিনি পুলিশকে খবর দেন।
পুলিশ সুপার মোল্লা জানান, ঘরের দরজা ভেঙে পুলিশের একটি দল সিতারার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
খবর পেয়ে ঢাকা থেকে পিরোজপুর পৌঁছেছেন আমির খসরু।