যুক্তরাষ্ট্র সেনেটে সোমবার ৪০ বিলিয়ন ডলারের ইউক্রেন সহায়তা বিলের জন্য গৃহীত ভোটে ৮১টি হাঁ এবং ১১টি না ভোট পরে। ১১টি 'না' ভোটের সবগুলোই এসেছে রিপাবলিকান সেনেটারদের কাছ থেকে। চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদ এই সহায়তা অনুমোদন করে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী জ্যানেট ইয়েলেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিত্রদের ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত ঘোষিত তহবিল দেশটির স্বল্পমেয়াদের প্রয়োজনের জন্য যথেষ্ট নয় কারণ তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সোমালিয়ায় শত শত সৈন্য মোতায়েন অনুমোদন করেছেন যাতে “সোমালিয়ায় একটি ছোট স্থায়ী আমেরিকান সামরিক উপস্থিতি পুনরায় স্থাপন করা যায়” যাতে আল-শাবাব এবং এর নেতাদের আরও ভালভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা জন্য। এই পদক্ষেপটি মূলত ট্রাম্প-যুগের প্রত্যাহার করা নীতির বিপরীত।