অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান নেতা ইঙ্গিত দিয়েছেন মেয়েদের স্কুল আবার চালু করার বিষয়টি পোষাকের ওপর নির্ভর করে


বোরখা পরিহিত আফগান নারীরা কাবুলের একটি রাস্তায় পরিবহনের জন্য অপেক্ষা করছেন। ৫ নভেম্বর, ২০১২। ফাইল ছবি।
বোরখা পরিহিত আফগান নারীরা কাবুলের একটি রাস্তায় পরিবহনের জন্য অপেক্ষা করছেন। ৫ নভেম্বর, ২০১২। ফাইল ছবি।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানের একজন উচ্চ পর্যায়ের নেতা অঙ্গীকার করেছেন, তার দেশ আর কখনো যুক্তরাষ্ট্রের জন্য সন্ত্রাসী হুমকি হবে না। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে আফগান নারী ও মেয়েদের প্রত্যাবর্তনের বিষয়ে “খুব ভালো খবর”-এর প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও সহ তালিবান প্রধান সিরাজুদ্দিন হাক্কানি সোমবার প্রচারিত সিএনএন-এর ক্রিস্টিয়ান আমানপোর সম্প্রচারিত এক বিরল সাক্ষাৎকারে পুনরায় এ আশ্বাস দেন।

গত আগস্টে যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ এশীয় দেশটি থেকে যুক্তরাষ্ট্র ও নেটো সেনা প্রত্যাহার করার পর তালিবান আবার ক্ষমতায় আসে এবং ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান নামে শুধুমাত্র পুরুষ দ্বারা গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে।

কট্টরপন্থী গোষ্ঠীটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে নতুন চালুকৃত ছেলে আর মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থার অধীনে ক্লাসে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু বার বার আফগান কিশোরীদের ক্লাসে ফিরতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তালিবান এখনো মেয়েদের হাইস্কুল খুলে দেয়নি।

তালিবান ইতিমধ্যে নারীদের অধিকারের ওপর অন্যান্য বিধিনিষেধ আরোপসহ ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ সড়ক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নারী ও পুরুষের একই সময়ে পার্কে যাওয়া নিষিদ্ধ করেছে। বেশিরভাগ নারী সরকারি কর্মচারীকে কাজে ফিরতে দেয়া হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং সতর্ক করে দিয়েছে যে নারী অধিকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দাতা দেশ এবং সংস্থাগুলোকে আফগানিস্তান থেকে আরও বিচ্ছিন্ন করতে পারে।

XS
SM
MD
LG