অ্যাকসেসিবিলিটি লিংক

কিশোরীকে ভারতে পাচার ও যৌনকর্মী হিসেবে বিক্রির অপরাধে খুলনায় ২ জনের মৃত্যুদণ্ড


বাংলাদেশের খুলনা জেলার খানজাহান আলী থানা এলাকার এক কিশোরীকে (১৭) ভারতে পাচার ও যৌনকর্মী হিসেবে বিক্রির অপরাধে দুজনকে মৃত‌্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল-৩–এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে অপর তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুই অভিযুক্ত মো. শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা সম্পর্কে স্বামী ও স্ত্রী। তারা দুজনেই পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালের ১৯ অক্টোবর ভুক্তভোগীকে ভালো বেতনে চাকরির আশ্বাস দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এই ঘটনা জানার পর ভুক্তভোগীর পরিবার ভুক্তভোগীকে ফেরত চাইলে অভিযুক্তরা ক্ষতিপূরণ বাবদ তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

XS
SM
MD
LG