যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহান্তে নিউইয়র্কের বাফেলোতে গুলি চালানোর ঘটনাকে “অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ” বলে ঘোষণা করেছেন। বন্দুকধারী এক শ্বেতাঙ্গ কিশোর একটি গ্রসারি দোকানে অতর্কিত বর্ণবাদী আক্রমণ চালিয়ে ১০ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বাইডেন আরও বলেন, “শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ একটি বিষ” যার “আমেরিকায় কোনো স্থান নেই। একদম নয়”।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান নেটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ পাবার আবেদনে 'হ্যাঁ বলবেন না' বলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র “নিশ্চিত” যে তাদের সদস্যপদে অন্তর্ভুক্ত করার জন্য এই জোটের মধ্যে “দৃঢ় ঐকমত্য রয়েছে।”
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মঙ্গলবার আইনপ্রণেতাদের বলেছেন গত ২০ বছর ধরে আকাশে অজানা উড়ন্ত বস্তুর ক্রমবর্ধমান সংখ্যা রিপোর্ট করা হয়েছে। গত অর্ধ শতাব্দীর মধ্যে ইউএফও-র বিষয়ে এটাই ছিল প্রথম প্রকাশ্য শুনানি।