বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার, সদর উপজেলায়, এক ইউপি সদস্যকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায়, এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
অভিযুক্ত সাংবাদিক, ডিবিসি টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসান।
ডিবিসি টাইমস নামের একটি অনলাইন পোর্টালে, ইউপি সদস্যের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার (১৭ মে), উপজেলার চিলারং ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য আনোয়ারা বেগম বাদী হয়ে, ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
পরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান জানান, মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ডট কম এর ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। কিন্তু ডিবিসি টাইমস ডট কমের সাথে তার কোন সম্পর্ক নেই। ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান তিনি।
ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম জানান, “এখনও কোর্টের আদেশ হাতে পাইনি। পেলে তদন্ত করে আদালতে জমা দেব।”