অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোতে কানাডার সম্প্রচার দপ্তর বন্ধ করবে রাশিয়া


কানাডার ডাউনটাউন টরন্টোতে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি) ভবনের সামনে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ৭ জুন, ২০০৬
কানাডার ডাউনটাউন টরন্টোতে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি) ভবনের সামনে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ৭ জুন, ২০০৬

কানাডাতে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট আরটিকে নিষিদ্ধ করার প্রতিশোধ হিসেবে রাশিয়া বলেছে যে তারা মস্কোতে অবস্থিত কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের অফিস বন্ধ করে দিচ্ছে ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছেন, "দায়িত্বশীল সাংবাদিকতা, আসলে কী ঘটছে তা নাগরিকদের সাথে ভাগ করে নেওয়া ভ্লাদিমির পুতিনের জন্য একটি গভীর হুমকি।"

কানাডা মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে আরটি এবং আরটি ফ্রান্সকে তার এয়ারওয়েভ থেকে নিষিদ্ধ করেছিল, বলেছিল যে তাদের অনুষ্ঠান প্রচার "কানাডিয়ান সম্প্রচারের মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়৷

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে বেশিরভাগ পশ্চিমা দেশে রাশিয়া নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম আরটি এবং স্পুটনিককে অপপ্রচার ছড়ানোর অভিযোগে বন্ধ করা হয়েছে ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, "কানাডার পদক্ষেপের বিরুদ্ধেপ্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত অনুয়ায়ী কানাডিয়ান টেলিভিশন এবং রেডিও সম্প্রচার সংস্থা সিবিসির মস্কো অফিসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।"

জাখারোভা বলেন, আরটি-এর উপর কানাডার নিষেধাজ্ঞা ছিল "রুশভীতিসঞ্জাত " এবং সিবিসির “অপপ্রচারমূলক কোলাহল” হয়ে গিয়েছিল।

একটি টুইটার বার্তায়, ট্রুডো আরো বলেছেন, এই পদক্ষেপ "অগ্রহণযোগ্য" এবং সাংবাদিকদের অবশ্যই "সেন্সরশিপ, ভয়ভীতি এবং হস্তক্ষেপ থেকে মুক্ত হতে হবে।"

সিবিসি নিউজের প্রধান সম্পাদক ব্রডি ফেনলন বলেছেন, গণমাধ্যম "গভীরভাবে হতাশ"। তিনি আরো বলেছেন যে এটি "রাশিয়ার সীমানার মধ্যে একটি মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমকে রুদ্ধ করার আরেকটি পদক্ষেপ বলে মনে হচ্ছে।"

কানাডা ইউক্রেনের জোরালো সমর্থক এবং মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য সবচেয়ে বেশি চাপ দিচ্ছে যে সব দেশ তাদের মধ্যে অন্যতম ।

XS
SM
MD
LG