অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে প্রথম স্টেম সেল ট্রান্সপ্লান্ট সম্পন্ন


বাংলাদেশের রাজধানী ঢাকার পর, সিলেটে প্রথমবারের মতো লিভার সিরোসিস রোগীর শরীরে 'অটোলগাস হেমোলাইটিক স্টেম সেল' সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে, সার্জনদের একটি দল এই সফল অস্ত্রপচার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিভিশনের প্রধান, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে একদল লিভার বিশেষজ্ঞ এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

স্টেম সেল থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি উন্নত দিক, যা অনেক চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হচ্ছে।

যদিও, স্টেম সেল থেরাপি এখনও লিভার সিরোসিসের বিকল্প নয়; তবুও, যারা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে অক্ষম, তাদের জন্য এটি অবশ্যই একটি প্রতিশ্রুতিশীল চিকিৎসা।

XS
SM
MD
LG