অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁদপুরে ভুয়া “বিচারক” গ্রেপ্তার


আরিফ হোসেন ওরফে বিপ্লব
আরিফ হোসেন ওরফে বিপ্লব

বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে পরিচয় দেওয়া ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) উত্তর দিঘলদী গ্রাম থেকে ব্যবসায়ী আরিফ হোসেন ওরফে বিপ্লব নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, বিপ্লব নিজেকে হাইকোর্টের বিচারক পরিচয় দিয়ে ঢাকা থেকে গাড়ি ভাড়া করে গ্রামের দিকে রওনা হন। পথে তিনি বিভিন্ন জায়গায় বিচারকের প্রটোকল ও সুযোগ-সুবিধাও নিয়েছেন। দাউদকান্দিতে পৌঁছেও তিনি ট্রাফিক পুলিশের কাছে নিজেকে একজন বিচারক হিসেবে পরিচয় দেন। পরে বিপ্লবের বাড়িতে গিয়ে সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই (উপপরিদর্শক) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব নিজেকে ভুয়া বিচারক বলে স্বীকার করেছেন বলে জানান তিনি। তার কাছ থেকে দুটি পরিচয়পত্র ও গাড়িটিও জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২১ মে) তাকে আদালতে হাজির করা হবে।

XS
SM
MD
LG