ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শনিবার বিধ্বস্ত এক সুড়ঙ্গ থেকে আরও আটজন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এর ফলে এখন মোট মৃতের সংখ্যা হল ৯।
এই সুড়ঙ্গটি হচ্ছে পার্বত্য অঞ্চলের জনপথেরই অংশ। দক্ষিনাঞ্চলের রামবান জেলায় নির্মাধীন সুড়ঙ্গটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে। শুক্রবার একজন শ্রমিকের মরদেহ পাওয়া গিয়েছিল।
সরকারের বিপদ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা আমির আলী জানিয়েছেন একজন শ্রমিক এখনও নিখোঁজ আছেন। জরুরি কর্মীরা ধ্বংসস্তুপ থেকে মাটি সরাচ্ছেন যাতে করে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া কোন শ্রমিককে খুঁজে পাওয়া যায় ।