অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি সীমান্ত শহর চমনের উপকণ্ঠে একটি খোলা জায়গায় তাঁবুর বাইরে বসে আছে একটি আফগান পরিবার। ৩১শে আগস্ট, ২০২১

বাংলাদেশ সরকার, আফগানিস্তানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের প্রেক্ষিতে, জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন ওসিএইচএ এর তহবিলে নগদ এক কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্ক; বাংলাদেশ সরকারের পক্ষে, ইউএন ওসিএইচএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

এ অর্থ ইউএন ওসিএইচএ -এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

XS
SM
MD
LG