অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫


ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম একটি শট খেলার সময় শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা সেদিকে লক্ষ্য রাখছেন। ( ছবি মুনির উজ জামান/এএফপি)
ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম একটি শট খেলার সময় শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা সেদিকে লক্ষ্য রাখছেন। ( ছবি মুনির উজ জামান/এএফপি)

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ৩৬৫ রানে শেষ করেছে বাংলাদেশ। ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়কর শুরুর পর মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ এই স্কোর করতে সমর্থ হয়।

মঙ্গলবার (২৪ মে) টেস্টের দ্বিতীয় দিনের অষ্টম ওভারে কাসুন রাজিথার বলে ১৪১ রান করে মাঠ ছাড়েন লিটন।

লিটনের আউটের পর তাইজুল ইসলাম ৩৭ বল খেলেন। কিন্তু বাকি দুজন-খালেদ আহমেদ ও এবাদত হোসেন অপরাজিত মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ হন।

শ্রীলঙ্কার হয়ে রাজিথা ৫ উইকেট নিয়েছেন। এ ছাড়া অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা।

XS
SM
MD
LG